Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Our Achievement

আমাদের অর্জনসমূহ:


রাজবাড়ী ক্ষুদ্রসেচ জোন দপ্তরের 81টি গভীর নলকূপের মধ্যে 41টি গভীর নলকূপ সচল রয়েছে যার আওতায় প্রায় 1032.00 হেক্টর জমিতে বাৎসরিক প্রায় 5000.00 মেট্রিকটন খাদ্যশস্য উৎপাদিত হয়। এছাড়াও রাজবাড়ী জোন দপ্তরের আওতায় 2019-20  হতে 2022-23 অর্থ বছর  পর্যন্ত 40.305 কি:মি: খাল পুন:খনন করা হয়েছে যার ফলে 2023 হেক্টর জমির জলাবদ্ধতা দূর করা সম্ভব হয়েছে, 695 হেক্টর জমি সেচের আওতায় এসেছে , 18885 জন কৃষক উপকৃত হয়েছে এবং 15790.00 মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন সম্ভব হয়েছে। এছাড়াও 2019-20  হতে 2022-23 অর্থ বছর  পর্যন্ত 30200 মিটার বারিড পাইপ সম্প্রসারণ করা হয়েছে, 14টি বক্স কালভার্ট , 08টি ক্যাটল ক্রসিং, 01টি সোলার স্কীম নির্মাণ করা হয়েছে ও 16টি পাম্প ঘর নির্মাণ/মেরামত করা হয়েছে। এসব  কার্যক্রমের ফলে কৃষকগণ মাঠ থেকে সহজে ফসল  আনায়ন করতে পারছে পাশাপাশি সময়মত  সেচ কাজ পরিচালনার জন্য কৃষি পণ্য উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছে।